একবার চাঁদ বদনে বল গো সাঁই
একবার চাঁদ বদনে বল গো সাঁই
বান্দার এক দমের ভরসা নাই ।।
হিন্দু কি যবনের বালা
পথের পথিক চিনে ধর এই বেলা
পিছে কাল শমন আছে সর্বক্ষণ
কোন দিন বিপদ ঘটাবে ভাই ।।
আমার বিষয় আমার বাড়ী ঘর
সদাই এই রবে দিন গেল রে আমার
বিষয় বিষ খাবা সে ধন হারাবা
শেষে কাঁদলে কি আর সারে ভাই ।।
নিকটে থাকিতে সেহি ধন
বিষয় চঞ্চালতাতে খুঁজলিনে রে মন
ফকির লালন কয় সে ধন কোথায় রয়
আখেরে খালি হাতে যাই সবাই ।।