Skip to content

লালন ফকির

আল্লা বল মনরে পাখি

ভবে কেউ কারো নয় দুঃখের দুখী  ।।

ভুলো না রে ভবে ভ্রান্ত কাজে

আখেরে সব কান্ড মিছে

মন রে আসতে একা যেতে একা

এ ভব পিরিতের ফল আছে কি  ।।

হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই

বাড়ির বাহিরে করেন সবাই

মন তোর কেবা আপন পর কে তখন

দেখে শুনে খেদে ঝরে আঁখি  ।।

গোরের কিনারে যখন লয়ে যায়

কাঁদিয়ে সবাই প্রাণ ত্যজিতে চায়

লালন কয় কারো গোরে কেউ না যায়

থাকতে হয় একাকি  ।।

সাম্প্রতিক

সম্পর্কিত 

ক্ষম অপরাধ ওহে দীননাথ

ক্ষম অপরাধ ওহে দীননাথ ক্ষম অপরাধ ওহে দীননাথ কেশে ধরে আমায় লাগাও কিনারে তুমি হেলায় যা কর তাই করতে পার তোমা বিনে পাপীর তারণ কে

Read More »

এমন সুভাগ্য আমার কবে হবে

এমন সুভাগ্য আমার কবে হবে এমন সুভাগ্য আমার কবে হবে দয়াল চাঁদ আসিয়ে আমায় পার করিবে  ।। সাধনের বল আমার কিছুই নাই কেমনে সে পারে

Read More »

এসো হে অপারের কান্ডারী

এসো হে অপারের কান্ডারী এসো হে অপারের কান্ডারী পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী  ।। প্রাপ্ত পথও ভুলেছি এবার ভবরোগে ভুগব কত আর তুমি নিজগুনে

Read More »

কোথায় হে দয়াল কান্ডারী

কোথায় হে দয়াল কান্ডারী কোথায় হে দয়াল কান্ডারী এ ভবতরঙ্গ এসে কিনারায় লাগাও তরী  ।। তুমি হে করুণা সিন্ধু অধম জনার বন্ধু দাও হে আমায়

Read More »