Skip to content

লালন ফকির

একবার ডাক রসনা মওলা বলে

একবার ডাক রসনা মওলা বলে

গেল দিন ছাড় বিষয় বাসনা

যে সাঁই হিসাব নিবে

আগুন পানি তুফান হবে

এ বিষয় তোর কোথায় রবে

একবার ভেবে দেখলে না  ।।

সোনার কুঠুরি কোঠারে মন

সোনার খাট পালঙ্কে শয়ন

শেষে হবে সব অকারণ

সার হবে মাটির বিছানা  ।।

ঈমান ধন আখেরের পুঁজি

সে ঘরে দিলে না কুঁজি

 লালন বলে হারলে বাজি

শেষে আর কাঁদলে হবে না  ।।