Skip to content

লালন ফকির

এলাহি আলামিন গো আল্লা বাদশা আলমপনা তুমি

ডুবায়ে ভাসাইতে পার ভাসায়ে কিনার দাও কারো

রাখো মারো হাত তোমারও তাইতে তোমারে ডাকি আমি ।।

নূহ নামের এক নবীরে ভাসালে অকূল পাথারে

আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে

জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া কর স্বামী ।।

নিজাম নামে বাটপার সেতো পাপেতে ডুবিয়া রইত

তার মনে সুমতি দিলে কুমতি তার গেল চলে

আউলিয়া নাম খাতায় লিখলে জানা গেল এই রহমি ।।

নবী না মানে যারা মোয়াহেদ কাফের তারা

সেই মোয়াহেদ দায়মাল হবে বেহিশাবে দোযখে যাবে

আবার কি তারে খালাস দিবে ফকির লালন কয় মোর কি হয় জানি  ।।

সাম্প্রতিক

সম্পর্কিত 

ক্ষম অপরাধ ওহে দীননাথ

ক্ষম অপরাধ ওহে দীননাথ ক্ষম অপরাধ ওহে দীননাথ কেশে ধরে আমায় লাগাও কিনারে তুমি হেলায় যা কর তাই করতে পার তোমা বিনে পাপীর তারণ কে

Read More »

এমন সুভাগ্য আমার কবে হবে

এমন সুভাগ্য আমার কবে হবে এমন সুভাগ্য আমার কবে হবে দয়াল চাঁদ আসিয়ে আমায় পার করিবে  ।। সাধনের বল আমার কিছুই নাই কেমনে সে পারে

Read More »

এসো হে অপারের কান্ডারী

এসো হে অপারের কান্ডারী এসো হে অপারের কান্ডারী পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী  ।। প্রাপ্ত পথও ভুলেছি এবার ভবরোগে ভুগব কত আর তুমি নিজগুনে

Read More »

কোথায় হে দয়াল কান্ডারী

কোথায় হে দয়াল কান্ডারী কোথায় হে দয়াল কান্ডারী এ ভবতরঙ্গ এসে কিনারায় লাগাও তরী  ।। তুমি হে করুণা সিন্ধু অধম জনার বন্ধু দাও হে আমায়

Read More »