Skip to content

লালন ফকির

হক না বল রসনা

যে নাম শরণে যাবে জঠর যন্ত্রণা  ।।

শিয়রে শমন বসে

কোন সময় বাঁধবে কষে

ভূলে রইলি বিষয় বিষে

দিশে হল না  ।।

কবার যেন ঘুরে ফিরে

মানব জনম পেয়েছ রে

এবার যেন আলস্য করে

সে নাম ভুলো না  ।।

ভবেরো ভাই বন্ধু আদি

কেউ কারো নয় সাথের সাথী

লালন বলে মুরশিদ রতি

করো সাধনা  ।।

সাম্প্রতিক

সম্পর্কিত 

ক্ষম অপরাধ ওহে দীননাথ

ক্ষম অপরাধ ওহে দীননাথ ক্ষম অপরাধ ওহে দীননাথ কেশে ধরে আমায় লাগাও কিনারে তুমি হেলায় যা কর তাই করতে পার তোমা বিনে পাপীর তারণ কে

Read More »

এমন সুভাগ্য আমার কবে হবে

এমন সুভাগ্য আমার কবে হবে এমন সুভাগ্য আমার কবে হবে দয়াল চাঁদ আসিয়ে আমায় পার করিবে  ।। সাধনের বল আমার কিছুই নাই কেমনে সে পারে

Read More »

এসো হে অপারের কান্ডারী

এসো হে অপারের কান্ডারী এসো হে অপারের কান্ডারী পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী  ।। প্রাপ্ত পথও ভুলেছি এবার ভবরোগে ভুগব কত আর তুমি নিজগুনে

Read More »

কোথায় হে দয়াল কান্ডারী

কোথায় হে দয়াল কান্ডারী কোথায় হে দয়াল কান্ডারী এ ভবতরঙ্গ এসে কিনারায় লাগাও তরী  ।। তুমি হে করুণা সিন্ধু অধম জনার বন্ধু দাও হে আমায়

Read More »