Skip to content

লালন ফকির

এসো হে অপারের কান্ডারী

এসো হে অপারের কান্ডারী

পড়েছি অকূল পাথারে

দাও এসে চরণতরী  ।।

প্রাপ্ত পথও ভুলেছি এবার

ভবরোগে ভুগব কত আর

তুমি নিজগুনে শ্রীচরণ দাও আমায়

তবে কূল পেতে পারি  ।।

ছিলাম কোথায় এলাম হেথায়

আবার আমি যাই যেন কোথায়

তুমি মনরথের সারথি হয়ে

স্বদেশে নাও মনেরি  ।।

পতিত পাবন নাম তোমার গো সাঁই

পাপী তাপী তাইতে দেয় দোহাই

অধীন লালন ভণে তোমা বিনে

ভরসা কারে করি  ।।