Skip to content

লালন ফকির

ক্ষম অপরাধ ওহে দীননাথ

ক্ষম অপরাধ ওহে দীননাথ

কেশে ধরে আমায় লাগাও কিনারে

তুমি হেলায় যা কর তাই করতে পার

তোমা বিনে পাপীর তারণ কে করে  ।।

না বুঝে পাপ সাগরে ডুবে খাবি খাই

শেষ কালে তোর দিলাম দোহাই

এবার আমায় যদি না তরাও গো সাঁই

তোমার দয়াল নামের দোষ রবে সংসারে  ।।

শুনতে পাই পরম পিতা গো তুমি

অতি অবোধ বালক আমি

যদি ভজন ভুলে কুপথে ভ্রমি

তবে দাও না কেন স্মরণ করে  ।।

পতিতকে তারিতে পতিত পাবন নাম

তাইতো তোমায় ডাকি গুনধাম

তুমি আমার বেলায় কেন হইলে বাম

আমি আর কতকাল ভাসব দুঃখের পাথারে  ।।

অথই তরঙ্গে আতঙ্কে মরি

কোথায় হে অপারের কান্ডারী

অধীন লালন বলে তরাও হে তরি

নামের মহিমা জানুক ভবসংসারে  ।।

ক্ষম ক্ষম অপরাধ

দাসের পানে একবার চাও হে দয়াময়

বড় সংকটে পড়িয়া দয়াল বারেবারে ডাকি তোমায়

ক্ষম ক্ষম অপরাধ  ।।