Skip to content

লালন ফকির

দিন থাকতে মুরশিদ রতন চিনে নেনা

দিন থাকতে মুরশিদ রতন চিনে নেনা

এমন সাধের জনম বয়ে গেলে আর হবে না  ।।

মুরশিদ আমার বিষয়াদি

মুরশিদ আমার গুন নিধি

পারে যেতে ভব নদী

ভরসা ওই চরণখানা  ।।

কোরানে ছাফ শুনিতে পাই

অলিয়েম মুরশিদ সাঁই

ভেবে বুঝে দেখ মনরায়

মুরশিদ কেমন জনা  ।।

মুরশিদ বস্তু চিনলে পরে

চিনা যাবে অচেনারে

লালন বলে মরি ঘুরে

হয়ে যেমন জন্ম কানা  ।।