Skip to content

লালন ফকির

পার কর হে দয়াল আমায় কেশে ধরে

পার কর হে দয়াল আমায় কেশে ধরে

পড়েছি আবার আমি ঘোর সাগরে  ।।

মনেন্দ্রিয় ছয়জন সদাই

অশেষ কুকান্ড বাধায়

ডুবালে ঘাট অঘাটায়

আজ আমারে  ।।

ভব কূপেতে আমি

ডুবে হইলাম পাতালগামী

অপারের কান্ডারী তুমি

নাও কিনারে  ।।

আমি আর কেবা আমার

বুঝেও বুঝিলাম না এবার

অসারকে ভাবিয়ে সার

পরলাম ফেরে  ।।

হারায়ে সকল উপায়

শেষকালে তোর দিলাম দোহাই

লালন কয় দয়াল নাম সাঁই

জানিবো তোরে  ।।