Skip to content

লালন ফকির

মুরশিদের মহৎ গুন নেনা বুঝে

মুরশিদের মহৎ গুন নেনা বুঝে

যার কদম বিনে ধরম করম মিছে  ।।

যতসব কলেমা কালাম

ধুঁড়িলে মেলে তামাম      কোরাণ বিছে

তবে কেন পড়া ফাজেল        মুরশিদ ভজে  ।।

মুরশিদ যার আছে নিহার

ধরিতে পারে অধর        সেই অনাসে

মুরশিদ খোদা ভাবলে জুদা    পড়বি প্যাঁচে  ।।

আলাদা বস্তু কী ভেদ

কিবা সেই ভেদ মুরশিদে              জগত মাঝে

সিরাজ সাঁই কয়     দেখরে লালন

আক্কেল খুঁজে  ।।