Skip to content

লালন ফকির

মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে

মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে

যেনামে শরণে হারে তাপিত অঙ্গ শীতল করে

ভববন্ধন ছুটে যায় রে জপ ঐ নাম দিবারাতে  ।।

মুরশিদের চরণের সুধা পান করিলে যাবে ক্ষুধা

কোরনারে দিলে দ্বিধা যেহি মুরশিদ সেহি খোদা

ভজ অলি আল-মুরশিদা আয়াত লেখা কোরানেতে  ।।

আপনি খোদা আপনি নবী আপনি সেই আদম শফি

অনন্তরূপ করে ধারণ কে বুঝে তার নিরাকরণ

নিরাকার হাকিম নিরঞ্জন মুরশিদ রূপ ভজন পথে  ।।

কুল্লে শাইয়িন মহিত আরো আলা কুল্লে শাইয়িন কাদির পড়ো

কালাম নেহাজ করো তবে সব জানিতে পার

কেনে লালন ফাঁকে ফেরো ফকিরি নাম পাড়াও মিথ্যে  ।।