Skip to content

লালন ফকির

রসুল রসুল বলে ডাকি

রসুল রসুল বলে ডাকি

রসুল নাম নিলে বড় সুখে থাকি  ।।

মক্কায় যেয়ে হজ্ব করিয়ে

রসুল রূপ নাহি দেখি

মদিনাতে যেয়ে রসুল

মরেছে তার রওযা দেখি  ।।

হায়াতুল মুরসালিন বলে

কোরানেতে লেখা দেখি

দ্বীনের রসুল মারা গেলে

কেমন করে দুনিয়ায় থাকি  ।।

কুল গেল কলঙ্ক হল

আর কিছু নাই দিতে বাকি

দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন

রসুল চিনলে আখের পাবি  ।।