আর আমায় বলিস না রে ছিদাম ব্রজের কথা

আর আমায় বলিস না রে ছিদাম ব্রজের কথা

যার কারণে পেয়েছি রে ভাই প্রাণে ব্যথা  ।।

 

ছিল মনের তিনটি বাঞ্ছা

নদেয় সাধব আছে ইচ্ছা

প্রেমঋণে গাঁথা

সেই কারণে নদে ভুবনে

জাগে হৃদয়লতা  ।।

 

ছিদাম রে ভাই বলি তোরে

ফিরে যা ভাই আপন ঘরে

কে বোঝে এ প্রাণের ব্যথা

মনের কথা প্রাণের ব্যথা

আর বলবো না তা  ।।

 

যার কারণে বই রে বাদা

শোন বলি রে ছিদাম দাদা

ও সে নন্দ পিতা

গুরু ভেবে বলছে লালন

ধন্য রে যশোদা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page