আকারে ভজন সাকারে সাধন তায়

আকারে ভজন সাকারে সাধন তায়

আকার সাকার অভেদ রূপ জানতে হয়  ।।

 

ভজনের মূল নর-আকার

গুরু-শিষ্য হয় প্রচার

সাকার রূপেতে আকারে নির্ণয়

আকার ছাড়া সাকার রূপ নাহি রয়  ।।

 

পুরুষ প্রকৃতি আকার

যুগল ভজন প্রচার

নায়ক-নায়িকার যোগমাহিত্ম্য

যোগের সাধন জানতে হয়  ।।

 

অযোনী সহজ রূপ সংস্কার

স্বরূপে দুইরূপ হয় নিহার

স্বরূপে রূপের স্বরূপ কয়

অবোধ লালন তাই জানায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page