আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
রোজা আর নামাজ শরিয়তের কাজ ঠিক শরিয়ত বলছ কারে ।।
রোজা-নামাজ-হজ্ব-কলেমা-যাকাত
তাই করিলে কি হয় শরিয়ত
শরা কবুল করে
ভাবে জানা যায় কলেমা শরিয়ত নয়
শরিয়তের অর্থ কিছু থাকতে পারে ।।
বে-ফের বেইমান যারা
শরিয়তের আঁক্ চেনে না
শুধু মুখে তোড় ধরে
চিনতো যদি আঁক্ অদেখা নিয়াত
নিয়াত বাঁধতো না কভু বরজখ ছেড়ে ।।
শরিয়তের গম্ভু ভারি
যে যা বোঝে ফল হয় তারি
হয় আখেরি
লালন বলে মোর ভক্তিহীন অন্তর
মারি অস্ত্র মূলে লাগে ডালের পরে ।।