আপনারে আপনি চিনি নে
দিন দোনের পর যার নাম অধর তারে চিনব কেমনে ।।
আপনারে চিনতাম যদি
মিলত অটল চরণ নিধি
মানুষের করণ হত সিদ্ধি
শুনি আগম পুরাণে ।।
কর্তা রূপের নাই অন্বেষণ
আত্মারই কি হয় নিরুপন
আত্মতত্বে পায় শতধন
সহজ সাধক জনে ।।
দিব্যজ্ঞানী যেজন হল
নিজ তত্ত্বে নিরঞ্জন পেলো
সিরাজ সাঁই কয় লালন র’ল
জন্ম অন্ধ নিজ গুনে ।।