আমি কী সাধনে পাই গো তারে

আমি কী সাধনে পাই গো তারে

যার নাম অধর এই সংসারে কত মুনি-ঋষি হদ্দ হলো ধ্যান করে  ।।

 

কেউ ফকির কেউ হচ্ছে যোগী

কেউ মোহন্ত কেউ বৈরাগী

কার বা কথায় মন সুতায়

দিই গিরে  ।।

 

ব্রহ্মজ্ঞানী খ্রিস্টানেরা

নাম ব্রহ্মসার বলেন তারা

আবার দরবেশ কয় বস্তু কোথায়

দেখ না রে  ।।

 

গুরুতত্ত্ব বিধি শোনা যায়

তাও দেখি একরূপ সে নয়

লালন বলে যে যা বোঝে

তাই করে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page