আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই

আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই

একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই  ।।

 

বেদ-পুরাণে শুনি সদাই

কীর্তিকর্মা আছে একজন জগৎময়

আমি না জানি তার বাড়ি কোথায়

আমি কী সাধনে তারে পাই  ।।

 

যাদের সঙ্গে করি কারবার

তারাই সব বিবাগী আবার হলো রে আমার

লুটোলো রে এই সাধুর ভাণ্ডার

আমায় ঘিরে ঊনপঞ্চাশ বাই  ।।

 

কেবা আমার আমি বা কার

মিছে ধন্ধবাজি এ ভবসংসার

অধীন লালন বলে হ’লাম অপার

আমার সাথের সাথী কেহ নাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page