আর আমারে মারিস নে মা

আর আমারে মারিস নে মা

বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করব না  ।।

 

ননীর জন্য আজ আমারে

মারলি গো মা বেঁধে ধরে

দয়া নাই মা তোর অন্তরে

স্বল্পেতে গেল জানা  ।।

 

পরে মারে পরের ছেলে

কেঁদে যেয়ে মাকে বলে

সেই জননী নিঠুর হলে

কে বোঝে শিশুর বেদনা  ।।

 

ছেড়ে দে মা হাতের বাঁধন

যায় যেদিকে যায় দুই নয়ন

পরের মাকে ডাকবে এখন

তোর গৃহে আর থাকব না  ।।

 

যে না বোঝে ছেলের বেদন

সেই ছেলের মা’র বৃথা জীবন

বিনয় করে বলছে লালন

কাঁদছে সে করে করুণা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page