আল্লার নাম সার করে যেজন বসে রয়

তার আবার কিসের কালের ভয়  ।।

আল্লার নাম মুখেতে বল

সময় যে বয়ে গেল

মালেকুল মওত এসে বলিবে চল

যার বিষয় সে লয়ে যাবে

সেকি করবে ভয়  ।।

আল্লার নামের নাই তুলনা

সাদেক দিলে সাধলে পরে

বিপদ থাকে না

সে যে খুলিবে তালা জ্বালবে আলা

দেখতে পাবে জ্যোতির্ময়  ।।

ভেবে ফকির লালন কয়

নামের তুলনা দিতে নয়

আল্লা হয়ে আল্লা ডাকে

জীবে কি তার মর্ম পায়  ।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page