এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে

এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে

চুল পেকে হয়েছে হুড়ো চামড়া বুড়ো ঝুলমুলে  ।।

 

হেঁটে যেতে হাঁটু নড়বড়ায়

তবু যেতে সাধ মন বার-পাড়ায়

চেংড়ার সুমার বুদ্ধি তোমার

ভুজ কুয়ারা জানালে  ।।

 

গায়ে ভস্ম মেখে লোকেরে দেখাও

মনে মনে মন কলাটি খাও

তোমার নাই সবুরি চাম কুঠুরি

ছাড়বি রে তুই কোনকালে  ।।

 

মন আমার পাগলা বুড়া পির

লালন কয় মোর বুদ্ধি রয় না স্থির

মন কি মুনাই যদি হাতে পাই

তবে কি ভুরো সিজাই অকালে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page