করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন

প্রেম সাধিতে ফাঁপড়ে ওঠে কামনদীর তুফান  ।।

 

প্রেম-রত্নধন পাবার আশে

ত্রিবেণী ঘাট বাঁধলাম কষে

কামনদীর এক ধাক্কা এসে

ছুটে যায় বাঁধন-ছাদন  ।।

 

বলবো কিসে প্রেমের কথা

কাম হয়েছে প্রেমের লতা

কামছাড়া প্রেম যথাতথা

নয় সে আগমন  ।।

 

পরমগুরু প্রেম-প্রকৃতি

কামগুরু হয় নিজ পতি

কামছাড়া প্রেম রয় কি গতি

ভাবে কয় লালন  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page