কানাই কার ভাবে তোর এ ভাব দেখি রে

কানাই কার ভাবে তোর এ ভাব দেখি রে

ব্রজের সে ভাব তো দেখি না রে  ।।

 

পরনে ছিল পীতধরা

মাথায় ছিল মহনচূড়া করে বাঁশি রে

আজ দেখি তোমার করোয়া কৌপীন সার

ব্রজের সে ভাব কোথা রাখলি রে  ।।

 

দাসদাসী ত্যজিয়ে কানাই

একা একাই ফিরছ রে ভাই কাঙাল বেশ ধরে

ভিখারী হলি কেঁথা সার করলি

কীসের অভাবে রে  ।।

 

ব্রজবাসীর হয়ে নিদয়

আসিয়ে ভাই এই নদীয়ায় কী সুখ পালি রে

লালন বলে আর কার বা রাজ্য কার

আমি সব দেখি আজ মিছে রে  ।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page