কামিনীর গহিন কামসাগরে

কামিনীর গহিন কামসাগরে

নিশান ওড়ে  ।।

 

সে নিশানটা দেখতে বাঁকা

মাঝখানে তার কিছু আঁকাবাঁকা

সাধন করলে দক্ষিণ পাশে

মিলবে তারে  ।।

 

আলেফেতে জগৎ সংসার

জায়গা নাই তার লুকাইবার

গোপনেতে গেল সে

মিমের ঘরে  ।।

 

অমাবস্যায় মিম থাকে ঘুমাইয়া

আলেফ তারে নেয় জাগাইয়া

লালন কয় মিমের ঘরেতে যে যায়

ঐ ঘরেতে মানুষ মরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page