কিসে আর বুঝাই মন তোরে
দিল-মক্কার ভেদ না জানিলে হজ্ব হয় কিসেরে ।।
দিল গঠন কুদরতি সে কাম
খোদ খোদা দেয় তথায় বারাম
তাইলে হোল দিল মক্কা নাম
সর্ব সংসারে ।।
এক দিল যার জিয়ারত হয়
হাজার হজ্ব তার তুল্য নয়
দলিলে তাই সাফ লেখা হয়
তাইতে বলিরে ।।
মানুষে হয় মক্কার সৃজন
মানুষে করে মানুষের ভজন
লালন বলে মক্কা কেমন
চিনবি করে রে ।।