কিসে আর বুঝাই মন তোরে

কিসে আর বুঝাই মন তোরে

দিল-মক্কার ভেদ না জানিলে হজ্ব হয় কিসেরে  ।।

 

দিল গঠন কুদরতি সে কাম

খোদ খোদা দেয় তথায় বারাম

তাইলে হোল দিল মক্কা নাম

সর্ব সংসারে  ।।

 

এক দিল যার জিয়ারত হয়

হাজার হজ্ব তার তুল্য নয়

দলিলে তাই সাফ লেখা হয়

তাইতে বলিরে  ।।

 

মানুষে হয় মক্কার সৃজন

মানুষে করে মানুষের ভজন

লালন বলে মক্কা কেমন

চিনবি করে রে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page