কে তোমারে এ বেশ –ভূষণ পরাইল বল শুনি

কে তোমারে এ বেশ –ভূষণ পরাইল বল শুনি

জিন্দা দেহে মুরদার বসন খিরকা তাজ আর ডোর-কোপিনী ।।

 

জ্যান্তে মরার পোষাক পরা

আপন ছুরাত আপনি সারা

ভব-রোগকে ধ্বংস করা

দেখে অসম্ভব করণী ।।

 

মরণের আগে যে মরে

শোমনে ছোঁবে না তারে

শুনেছি সাধুর দ্বারে

তাই বুঝি করেছ ধনী ।।

 

সেজেছ সাজ ভালই তর

মরে যদি বা৬চতে পার

লালন বলে যদি ফের

দুকূল হবে অপমানি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page