কোণ দেশে যাবি মনা, চল দেখি যাই কোথা পির হও তুমি রে

কোণ দেশে যাবি মনা, চল দেখি যাই কোথা পির হও তুমি রে

তীর্থে যাবি কি ফল পাবি সেখানে কি পাপী নাই রে ।।

 

সঙ্গে আছে রিপু ষোলজন

অহর্নিশি করে জ্বালতন

যথা যাবি তথায় পাগল 

করতে তোরে ।।

 

কেউ নারী ছেড়ে জঙ্গলেতে যায়

স্বপ্নদোষ কি হয় না সেথায়

মনের বাঘে যাহারে খায়

কে ঠেকায় রে ।।

 

ভ্রমে বারো বসে তের 

তাও তো সদাই শুনে ফেরো

সিরাজ সাঁই কয় লালন তোরও

বুদ্ধি নাই রে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page