কোন রাগে কোন মানুষ আছে মহারসের ধনী
চন্দ্রে সুধা পদ্মে মধু যোগায় রাত্রদিনই ।।
সাধক সিদ্ধি প্রবর্ত গুন
তিন রাগ ধরে আছে তিনজন
এই তিন ছাড়া রাগ নিরূপণ
জানলে ভাবিনী ।।
মৃণাল গতি রসের খেলা
নব গাহট নব ঘাটেলা
দশম যোগে বারি গোলা
যোগেশ্বরী অযোনী ।।
সিরাজ সাঁইর আদেশে লালন
বলছে বাণী শোনরে এখন
ঘুরতে হবে নাগরদোলন
না জেনে তার মূলবানী ।।