কোন রূপে কর দয়া এই ভুবনে
অনন্তর অপার মহিমা তোমার কে জানে ।।
তুমি রাধা তুমি কেষ্ট
মন্ত্রদাতা পরম ইষ্ট
মন্ত্র দাও কানে মন্ত্র দিতে সঁপে দিলে
সাধুগুরু বৈষ্ণব গোঁসাইর চরণে ।।
তীর্থধর্ম গয়া-কাশী
বালাকুঞ্জ বানারসী
মথুরা বৃন্দাবনে তীর্থে যদি গৌর পেতে
ভজন-সাধন করে জীব কি কারণে ।।
গুরু মুখে পদ্মবাক্য
সাধু যারে করে ব্যক্ত
আমি জানিনে সিরাজ সাঁই কয় অবোধ লালন
শক্তি শান্ত হবে কোনদিনে ।।