খুলবে কেন সে ধন মালের গাহেক বিনে

খুলবে কেন সে ধন মালের গাহেক বিনে

মুক্তামণি রেখেছে ধনী বোঝাই করে সে দোকানে  ।।

 

সাধু সওদাগর যারা

মালের মূল্য জানে তারা

মন দিয়ে মন অমূল্য রতন

জেনে শুনে  তারাই কেনে  ।।

 

মাকাল ফলের রূপ দেখে

সদাই যেমন নাচে কাকে

তেমনি মন মোর চটকে বিভোর

সার পদার্থ নাহি চিনে  ।।

 

মন তোর গুন জানা গেল

পিতল কিনে সোনা বল

সিরাজ সাঁইর বচন মিথ্যা নয় লালন

মূল হারালী দিনে দিনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page