ঘরের চাবি পরের হাতে

ঘরের চাবি পরের হাতে

কেওনে খুলিয়া সে ধন দেখব চক্ষেতে ।।

 

আপন ঘরে বোঝাই সোনা

পরে করে লেনাদেনা

আমি হলাম জন্মকানা

না পাই দেখিতে ।।

 

রাজি হলে দারোয়ানী

দ্বার ছাড়িয়ে দেবেন তিনি

তারে বা কই চিনি জানি

বড়াই কুপথে ।।

 

এই মানুষে আছে রে মন 

যারে বলে মানুষ রতন

ফকির লালন বলে পেয়ে সে ধন

না পাই চিনিতে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page