চল যাই আনন্দের বাজারে

চল যাই আনন্দের বাজারে

চিত্ত মন্দতম অন্ধ নিরানন্দ রবে নারে ।।

 

সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে

যাবি নিত্য ধামেতে

প্রেমপদের বাসনা

প্রেমের গতি বিপরীতে সকলে জানে না

কৃষ্ণপ্রেমের বেচাকেনা

অন্য বেচাকেনা নাইরে ।।

 

সহস্রারের বাঁকা কারণ শ্যামরায় করলে ধারণ

হইলেন গৌর বরণ

রাধার প্রেম সাধনা

আনন্দে সানন্দে মিশে যোগ করে যেজনা

সে নিহেতু প্রেম অধর ধরা

লালন বলে যেতে পারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page