চাঁদ আছে চাঁদে ঘেরা

চাঁদ আছে চাঁদে ঘেরা

কেমন করে সে চাঁদ ধরবি গো তোরা ।।

 

রূপের গাছে চাঁদফল ধরে তায়

থেকে থেকে চাঁদের ঝলক দেখা যায়

একবার দৃষ্টি করে দেখি ঠিক থাকে না আঁখি

রূপের কিরণে চমক পারা ।।

 

লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা

তাঁর মাঝে অধর চাঁদের আভা

চাঁদের বাজার দেখে চাঁদ ঘুরানি লেগে

দেখিস যেন পাছে হোস নে জ্ঞানহারা ।।

 

আলেক নামের ষর আজব কুদরতি

রাতে উদয় ভানু দিবসে বাতি

যেজন আলেক খবর জানে দৃষ্টি হয় নয়নে

লালন বলে সে চাঁদ দেখিছে তারা ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page