জানো না রে মন বাজি হারলে তখন লজ্জায় মরণ 

জানো না রে মন বাজি হারলে তখন লজ্জায় মরণ 

শেষে কাঁদিলে কি হয়

খেলা খেল মন খেলাড়ু ভাবিয়া শ্রীগুরু

অধঃপথে যেন মারা নাহি যায়  ।।

 

এই দেশেতে যত জুয়া চোরের খেলা

টুটকা দিয়ে ফটকায় ফেলায় রে মন ভোলা

বলি মন তোমার এই খেলা খেল হুঁশিয়ারে

নয়নে নয়ন বাঁধিয়া সদাই  ।।

 

চোরের সঙেগ খাটে না ধর্ম দ্বারা

হাতের অস্ত্র কভু কর না হাতছাড়া

অনুরাগের অস্ত্র ধরে দুষ্ট দমন করে

স্বদেশে গমন করো রে ত্বরায়  ।।

 

চুয়ানি বাঁধিয়া খেলা খেলে যে জনা

সাধ্য কি তার অঙ্গে দেয় হানা

লালন বলে আমি তিন তের না জানি

বাজি মেরে যাওয়া হল রে দায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page