নাম সাধন বিফল বরজখ বিহনে
এখানে সেখানে বরজখ
মূল অন্বেষণ দেখ মনে ।।
বরজখ ঠিক না হয় যদি
ভুলায় তারে শয়তান গিধি
ধরিয়ে রূপ নানাবিধি
চিনবি কি রূপ প্রমাণে ।।
চার ভেঙ্গে দুই হল পাকা
এই দুই বরজখ লেখা
তাতে হল আর এক ধোঁকা
দুই দিক ঠিক রাখা যায় কেমনে ।।
নৌকা ঠিক নাই বিনা পাড়ায়
নিরাকারে মন কি দাঁড়ায়
লালন মিছে ঘুরে দাঁড়ায়
অধর ধরতে চায় বরজখ বিনে ।।