পার কর হে দয়াল আমায় কেশে ধরে

পার কর হে দয়াল আমায় কেশে ধরে

পড়েছি আবার আমি ঘোর সাগরে  ।।

মনেন্দ্রিয় ছয়জন সদাই 

অশেষ কুকান্ড বাধায়

ডুবালে ঘাট অঘাটায়

আজ আমারে  ।।

ভব কূপেতে আমি 

ডুবে হইলাম পাতালগামী

অপারের কান্ডারী তুমি

নাও কিনারে  ।।

আমি আর কেবা আমার 

বুঝেও বুঝিলাম না এবার

অসারকে ভাবিয়ে সার

পরলাম ফেরে  ।।

হারায়ে সকল উপায়

শেষকালে তোর দিলাম দোহাই

লালন কয় দয়াল নাম সাঁই

জানিবো তোরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page