মন তোরে আজ ধরতে পারতাম হাতে

মন তোরে আজ ধরতে পারতাম হাতে

দেখতাম ওরে মন কি মনা কেমন করে সদায় আলডেঙাতে  ।।

 

কি কন মন বে-হাত আমার

নৈলে কি মন এভাব তোমার

পাইনে গুনে তালের শুমার

কোন তালে আমায় নাচাও কোন পথে  ।।

 

সদাই বলি আর ভুলবো না

তিলেকে তো ঠিক থাকে না

দুষ্ট লালচ দোষে মনা

মজালি আজ আমায় নানা মতে  ।।

 

ক্রমে তনু প’লো ভাটি

আর কবে মন হবি খাঁটি

লালন বলে নারদ কাঠি

ঠেকলে অমনি বেজে ওঠ তাতে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page