মন ভবে এসে হয়েছি এক মায়ায় ঢেঁকি

মন ভবে এসে হয়েছি এক মায়ায় ঢেঁকি

পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খোরাকি  ।।

 

দিনে দিনে কামশক্তি বেড়ে যায়

কামিনীর কাঞ্চন লুটে পিতৃধন খুয়ায়

আবার কাঞ্চন কুলাই ঝেড়ে পাচড়ে

চাল নেই শুধু তুষ দেখি  ।।

 

আমি ঢেঁকি ছিলাম ষোল পোয়া

ভবে এসে কর্মদোষে হই চৌদ্দ পোয়া

আমি যদি হতাম পনের পোয়া

শমনকে দিতাম ফাঁকি  ।।

 

পাপ-ঢেঁকি যদি স্বর্গে যায়

তিন বেলা তার ভান কুটা লাথি না এড়ায়

ফকির লালন বলে নিদানকালে

যেন সৎগুরুর খাই লাথি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page