মন রে সামান্যে কি তারে পায়

মন রে সামান্যে কি তারে পায়

শুদ্ধ প্রেমভক্তির বশ দয়াময়  ।।

 

কৃষ্ণের আনন্দপুরে

কামিলোভি যেতে নারে

শুদ্ধ ভক্তি ভক্তের দ্বারে

সে চরণকমল নিকটে যায়  ।।

 

বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি

তারে বলে হেতু ভক্তি

নিহেতু ভক্তের রতি

সবে মাত্র দীননাথের পায়  ।।

 

ব্রজের নিগূঢ় তত্ত্ব গোঁসাই

রূপে রে সব জানালে তাই

লালন বলে মোর সাধ্য নাই

সাধলে সে মত রসিক মহাশয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page