মুখে পড়োরে সদাই লাইলাহা ইল্লাল্লা

মুখে পড়োরে সদাই লাইলাহা ইল্লাল্লা

আইন ভেজিলেন রাসুলুল্লা  ।।

নামের সহিত রূপ

ধেয়ানে রাখিয়া জপ

নিরাকারে যদি ডাক

চিনবি কিরূপ কে আল্লা  ।।

লা শরীক জানিয়া তাকে

পড় কালাম দিলে মুখে

নামরূপের ধেয়ানে চোখে

দেখবিরে নূর তাজেল্লা  ।।

লাইলাহা নফি সে হয়

ইল্লাল্লা সে দীন দয়াময়

নফি এজবাত যাহারে কয়

সেহিতো এবাদত উল্লা  ।।

বলেছেন সাঁই আল্লা নূরী

এই জেকেরের দরজা ভারি সিরাজ সাঁই তাই কয় পুকারি

শোনরে লালন বে-লিল্লা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page