যাতে যায় শমন যন্ত্রণা ভ্রমে ভুলো না

যাতে যায় শমন যন্ত্রণা ভ্রমে ভুলো না

গুরুর শীতল চরণ ভুলো না  ।।

বেদ বৈদিকের ভোলে ভুলি

গুরু ছেড়ে গৌর বলি

মনের ভ্রম এ সকলি

শেষে যাবে রে জানা  ।।

চৈতন্য আজব সুরে

থেকে নিকট দেখায় দূরে

গুরুরূপ আশ্রিত করে

কর রূপের ঠিকানা  ।।

জগৎ জীবের দ্বারায়

নিজরূপ সম্ভব তো নয়

লালন বলে তাইতে গো সাঁই

দেখায় স্বরূপ নিশানা  ।।

সেই প্রেম গুরু জানাও আমায়

যাতে মনের কৈতব আদি ঘুচে যায়  ।।

এ দাসীরে নিদয় হয়োনা

দাও কিঞ্চিৎ প্রেম উপাসনা

ব্রজের জলদ কালো গৌরাঙ্গ হলো

কোন প্রেম সাধনে বাঁকা শ্যাম রায়  ।।

পুরুষ কোন দিন সহজ ঘটে

শুনলে মনের শঙ্কা যায় মিটে

তবেত জানি সে প্রেম করণী 

সহজে সহজে লেনা দেনা হয়  ।।

কোন প্রেমে বশ গোপীর দ্বারে

কোন প্রেমে শ্যাম রাধার পায়ে ধরে

বল বল তাই ও গুরু গোঁসাই

দ্বীনের অধীন লালন বিনয় করে কয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page