যেওনা আন্দজি পথে মন রসনা
কুপাকে কুপেঁচে পড়ে তোমার প্রাণ বাঁচবে না ।।
পথের পরিচয় করে
যাও না মন সন্দেহ মেরে
লাভ লোকসান বুদ্ধির দ্বারে
যায় গো জানা ।।
উজান ভাটি পথ দুটি
দেখে নয়ন কর খাঁটি
দাও যদি মন-গড়া ভাটি
কুল পাবা না ।।
অনুরাগ তরণী কর
বাও চিনে উজানে ধর
লালন বলে করতে পার
মূল ঠিকানা ।।