সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি  ।।

 

ভজবি রে লা-শরিকালা

ঘুরিস কেন কালকেতলা

খাবি রে নৈবেদ্য কলা

সেইটা কি আসল ফকিরি  ।।

 

চাও অধীন ফকিরি নিতে

ঠিক হয়ে কই ডুবলি তাতে

কেবল দেখি দিবারাতে

পেট-পূজার টোল ভারি  ।।

 

গৃহে ছিলি ছিলি ভাল

আঁচলা ঝুলায় কী লাভ হল

সিরাজ সাঁই কয় নাহি গেল

নাল পড়া লালন তোরি  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page