কোন রসে কোন রতির খেলা 

কোন রসে কোন রতির খেলা 

জানতে হয় এই বেলা ।।

 

সাড়ে তিন রতি বটে লেখা যায় শাস্ত্র পাটে

সাধকের মূল তিন রস ঘটে তিনশ ষাট রসের বালা

জানিলে সে রসের মর্ম 

রসিক তারে যায় বলা ।।

 

তিন রস সাড়ে তিন রতি বিভাগে করে স্থিতি

গুরু ঠাঁই জেনে পতি সাধন করে নিরালা

তখন মানব জনম সফল হবে

এড়াবে শমন জ্বালা ।।

 

রস রতির নাই বিচক্ষণ আন্দাজি কি হয় রে সাধন

কিসে হয় প্রাপ্তি সাধন মেটে না মনের ঘোলা

উজান কি ভেটেন পড়ি

ত্রিবেণীর ত্রি-নালা ।।

 

শুদ্ধ প্রেম রসিক হলে রস রতি উজানে চলে

ভিয়ানে সিদ্ধি ফলে অমৃত মিছরী উলা

লালন বলে আমার কেবল

শুধুই জল তোলাফেলা ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page