কে আজ কৌপীন পরালো তোরে

কে আজ কৌপীন পরালো তোরে

তার কি দয়া-মায়া কিছু নাই অন্তরে ।।

 

একা পুত্র তুই রে নিমাই

অভাগিনীর আর কেউ নাই

কীদোষে আমার ছেড়ে রে নিমাই

ফকির হলি এমন বয়সে রে ।।

 

মনে ইহা ছিল তোরি

হবি রে নাচের ভিখারী

তবে কেন বিয়ে করলি পরের মেয়ে

কেমনে আজ আমি রাখব তারে ।।

 

ত্যাজ্য করে পিতামাতা

কী ধর্ম আজ জানবি কোথা

মায়ের কথায় চল কৌপীন খুলে ফেল

লালন কয় যেরূপ তার মায়ে কয় রে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page