কে গো জানবে তারে সামান্যেরে

কে গো জানবে তারে সামান্যেরে

আজব মীন রূপে সাঁই খেলছে নীরে ।।

 

জগৎজোড়া মীন অবতার

কারণ্য বারির মাঝার

বুঝে কালাকাল, বাঁধিলে বান্ধাল

অনায়াসে সে মীন ধরতে পারে ।।

 

আজব লীলা মানুষ গঙ্গায়

আলোর উপর জলময়

যেদিন শুকাবে জল, হবে সব বিফল

মীন পালাবে শূন্যভরে ।।

 

মানুষ গঙ্গা গভীর অথৈ থৈ

তথায় দিলে থায় রসিক ভাই

সিরাজ সাঁইর বচন, কহিছে লালন

চুবনি খেলাম নেমে সেই কিনারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page