অসার ভেবে দিন গেল আমার

অসার ভেবে দিন গেল আমার

সার বস্তু ধন এবার হলাম রে হারা

হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে

দেখে শুনে লালস গেল না মারা  ।।

গুরু যারে সদয় হয় এই সংসারে

লোভে সঙ্গ দিয়ে সেই যাবে সেরে

অঘাটায় আজ মরণ আমারে

জানলাম নারে গুরুর করণ কি ধারা  ।।

মহতে কয় পূর্বে থাকলে সুকৃতি

দেখতে শুনতে গুরুর পদে হয় রতি

সে পূণ্য আমার থাকতো যদি

তবে কি আর আমি হতাম পামরা  ।।

সময় ছাড়িয়ে জানিলাম এখন

গুরুর কৃপা বিনে বৃথা এ জীবন

বিনয় করে কয় অধীন লালন

আর কি আমি এবার পাবো কিনারা  ।।

আর আমার কেউ নাই গুরু তুমি বিনে অযতনে ডুবল ভরা তরাও গুরু নিজগুনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page