গুনে পড়ে সারলি দফা করলি রফা গোলেমেলে

গুনে পড়ে সারলি দফা করলি রফা গোলেমেলে

চিনলি নে মন কোথা সে ধন ভাজলি বেগুন পরের তেলে  ।।

 

করলি বহুত পড়াশোনা

কাজে কামে ঝলসে কানা

কথায় তো চিড়ে ভেজে না

জল কিম্বা দুধ না দিলে  ।।

 

আর কি হবে এমন জনম

লুটবি মজা মনের মতন

বাবার হোটেল ভাঙবে যখন

খাবি তখন কারবা শালে  ।।

 

হায় কি মজা তিলে খাজা

দেখলিনা মন কেমন মজা

লালন কয় বেজাতের রাজা

হয়ে রলাম একই কালে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page