আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়

আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়

আমি কথার অর্থ ভারি আমাতে আর আমি নাই  ।।

 

অনন্ত শহর বাজারে

আমি আমি শব্দ করে

আমার আমি চিনতে নারে

বেদ পড়ি পাগলের প্রায়  ।।

 

মনসুর হাল্লাজ ফকির সেতো

বলেছিল আমি সত্য

সই প’লো সাঁইর আইন মতো

শরায় কি তার মর্ম পায়  ।।

 

কুমবে এখনি কুমবে এজনিল্লা

সাঁইর হুকুম দুই আমি হিল্লা

লালন তেমনি কেটো মোল্লা

ভেদ না বুঝে গোল বাধায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page