আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়
আমি কথার অর্থ ভারি আমাতে আর আমি নাই ।।
অনন্ত শহর বাজারে
আমি আমি শব্দ করে
আমার আমি চিনতে নারে
বেদ পড়ি পাগলের প্রায় ।।
মনসুর হাল্লাজ ফকির সেতো
বলেছিল আমি সত্য
সই প’লো সাঁইর আইন মতো
শরায় কি তার মর্ম পায় ।।
কুমবে এখনি কুমবে এজনিল্লা
সাঁইর হুকুম দুই আমি হিল্লা
লালন তেমনি কেটো মোল্লা
ভেদ না বুঝে গোল বাধায় ।।