যার ভাবে মুড়িয়েছি মাথা

যার ভাবে মুড়িয়েছি মাথা

সে জানে আর আমি জানে আর জানবে কে তা  ।।

 

মনের মানুষ রাখব মনে

বলবো না তো কারো সনে

ঋণ শুধিব কতদিনে

মনে সদাই সেই চিন্তা  ।।

 

সুখের কথা বোঝে সুখি

দুঃখের কথা বোঝে দুখী

ও সে পাগল বোঝে পাগলের বোল

সে বিনে আর জানবে কে তা  ।।

 

যারে ছিদাম যা তুই রে ভাই

আমার বদ হাল শুনে কাজ নাই

বিনয় করে বলছে কানাই

লালন পদে রচে তা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page